শনিবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০ Saturday 10th June 2023

শনিবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০

Saturday 10th June 2023

দেশের পুঁজিবাজার ও জুয়াড়ি চক্রের দৌরাত্ম্য
'গাছ কেটে ফেললে অক্সিজেন ছাড়া আমরা মরে যেতে পারি'
মোখায় বিধ্বস্ত জেলেদের দাবি 'সরকারি সাহায্য লাগবে না নাফ নদী খুলে দেন'
পাকিস্তান: সেনাবাহিনী যেভাবে দেশটিকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে
সত্যের শক্তি: রাইটউড ৬৫৯ এ শহিদুল আলম
মানব পাচার: মিয়ানমারে জিম্মি ৩২ জন
যথাযথ পূর্বাভাসের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাবার উপায় নিয়ে মোস্তাফা কামাল পলাশের সাক্ষাৎকার
মনিপুরের সহিংসতার নেপথ্যে জাতিগত বৈষম্য আর বঞ্চনা
সাত মসজিদ রোডের মিডিয়ান বদলাবারই কোনো দরকার ছিল না
গাছ না কাটার আইনের তোয়াক্কা করে না সিটি কর্পোরেশন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর, জাতীয় নির্বাচন এবং ‍সমুদ্রবন্দর ব্যবহার প্রসঙ্গে অধ্যাপক তানজীমউদ্দিন খান
recent সাম্প্রতিক

শীতের মৌসুমে সাগর শান্ত থাকায় এ সময়ে বন বিভাগের অনুমতি নিয়ে সাগরে মাছ ধরার তোড়জোড় শুরু হয়। এখন বাগেরহাট জেলার আলোরকোলে দুবলারচরে জেলে ও শুঁটকি ব্যাবসায়ীরা মাছ ধরা ও শুঁটকির মাচা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। প্রতি বছর প্রায় সাড়ে চার মাস অস্থায়ী বসতি তৈরি করে প্রায় ৮-১০ হাজার জেলে সাগরে মাছ ধরেন। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা উপকূলীয় অঞ্চল থেকে আসেন বেশিরভাগ শুঁটকি শ্রমিক।

 

 ঘুরতে আশা দর্শনার্থীরা সাগরে প্লাস্টিকের বোতল ফেলেছেন। প্লাস্টিকের বোতল সাগরের কিনারা থেকে কুড়িয়ে দূষণমুক্ত করছেন কিছু মানুষ। 

 

আলোকচিত্রী | নীতিশ সানা

শীতের মৌসুমে সাগর শান্ত থাকায় এ সময়ে বন বিভাগের অনুমতি নিয়ে সাগরে মাছ ধরার তোড়জোড় শুরু হয়। এখন বাগেরহাট জেলার আলোরকোলে দুবলারচরে জেলে ও শুঁটকি ব্যাবসায়ীরা মাছ ধরা ও শুঁটকির মাচা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। প্রতি বছর প্রায় সাড়ে চার মাস অস্থায়ী বসতি তৈরি করে প্রায় ৮-১০ হাজার জেলে সাগরে মাছ ধরেন। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা উপকূলীয় অঞ্চল থেকে আসেন বেশিরভাগ শুঁটকি শ্রমিক।

মাছের গুণগত মান বজায় রেখে শুকানো হয় রৌদ্রে। লইট্টা, চাকা চিংড়ি, রূপচাঁদা, গাগড়া, ছুরি মাছ সহ সব ধরনের সামুদ্রিক মাছ শুকানো হয় এখানে।

 

আলোকচিত্রী | নীতিশ সানা