বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩২ Thursday 9th October 2025

বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩২

Thursday 9th October 2025

কারারুদ্ধ অবস্থায় পৃথিবীর মুক্ত মানুষদের জন্য থিয়াগোর চিঠি
ফ্রিডম ফ্লোটিলার থেকে অপহৃত বাংলাদেশের শহিদুলসহ সকলের মুক্তির দাবি
গাজাগামী ফ্লোটিলায় ইসরায়েল কর্তৃক আটক হয়েছেন শহিদুল আলম
recent সাম্প্রতিক

শীতের মৌসুমে সাগর শান্ত থাকায় এ সময়ে বন বিভাগের অনুমতি নিয়ে সাগরে মাছ ধরার তোড়জোড় শুরু হয়। এখন বাগেরহাট জেলার আলোরকোলে দুবলারচরে জেলে ও শুঁটকি ব্যাবসায়ীরা মাছ ধরা ও শুঁটকির মাচা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। প্রতি বছর প্রায় সাড়ে চার মাস অস্থায়ী বসতি তৈরি করে প্রায় ৮-১০ হাজার জেলে সাগরে মাছ ধরেন। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা উপকূলীয় অঞ্চল থেকে আসেন বেশিরভাগ শুঁটকি শ্রমিক।

 

 ঘুরতে আশা দর্শনার্থীরা সাগরে প্লাস্টিকের বোতল ফেলেছেন। প্লাস্টিকের বোতল সাগরের কিনারা থেকে কুড়িয়ে দূষণমুক্ত করছেন কিছু মানুষ। 

 

আলোকচিত্রী | নীতিশ সানা

শীতের মৌসুমে সাগর শান্ত থাকায় এ সময়ে বন বিভাগের অনুমতি নিয়ে সাগরে মাছ ধরার তোড়জোড় শুরু হয়। এখন বাগেরহাট জেলার আলোরকোলে দুবলারচরে জেলে ও শুঁটকি ব্যাবসায়ীরা মাছ ধরা ও শুঁটকির মাচা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। প্রতি বছর প্রায় সাড়ে চার মাস অস্থায়ী বসতি তৈরি করে প্রায় ৮-১০ হাজার জেলে সাগরে মাছ ধরেন। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা উপকূলীয় অঞ্চল থেকে আসেন বেশিরভাগ শুঁটকি শ্রমিক।

মাছের গুণগত মান বজায় রেখে শুকানো হয় রৌদ্রে। লইট্টা, চাকা চিংড়ি, রূপচাঁদা, গাগড়া, ছুরি মাছ সহ সব ধরনের সামুদ্রিক মাছ শুকানো হয় এখানে।

 

আলোকচিত্রী | নীতিশ সানা