আর্জেন্টিনিয়ান আলোকচিত্রী মার্সেলো ব্রডস্কির বিদ্যালয়ের এই আলোকচিত্রটিতে লাল রঙের বৃত্তাকার দাগ দেয়া প্রতিটি কিশোর গুম হয়েছিলেন। মার্সেলোর ভাইও গুম হয়েছিলেন, যদিও তিনি এই ছবিতে নেই। অন্য রঙের বৃত্তে চিহ্নিত সকলেই নানান রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছেন। এদের প্রত্যেকের নিপীড়ন ও গুম হবার ইতিহাস নিয়ে মার্সেলো কাজ করেছেন। এসব নিয়ে মার্সেলোর সাক্ষাৎকার নিয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম।