বুধবার ৯ই মাঘ ১৪৩১ Wednesday 22nd January 2025

বুধবার ৯ই মাঘ ১৪৩১

Wednesday 22nd January 2025

বহুস্বর বৈঠকি

"সম্পূর্ণ অস্বচ্ছ উপায়ে আদানির সাথে বিদ্যুৎ চুক্তি হয়েছে"

২০২৩-০২-১৮

দৃকনিউজ বৈঠকিতে সালেক সুফী
সাক্ষাৎকার নিয়েছেন সামিয়া রহমান প্রিমা

জ্বালানি বিশেষজ্ঞ সালেক সুফী বলেন, “প্রধানমন্ত্রীর দপ্তরের উচ্চপদস্থ দুইজন কর্মকর্তার প্রভাবে সম্পূর্ণ অস্বচ্ছ উপায়ে আদানির সাথে বিদ্যুৎ চুক্তি হয়েছে।" বিপিডিবি ও আদানি গ্রুপের চুক্তি প্রসঙ্গে তিনি প্রশ্ন রাখেন, আদানি গ্রুপ বাংলাদেশকে কেন গিনিপিগ হিসেবে ব্যবহার করবে? বাংলাদেশের ওপর ভারতের আধিপত্যের কারণেই এই চুক্তি হয়েছে বলে মত দিয়েছেন সালেক সুফী।

Your Comment