বুধবার ১২ই ভাদ্র ১৪৩২ Wednesday 27th August 2025

বুধবার ১২ই ভাদ্র ১৪৩২

Wednesday 27th August 2025

প্রচ্ছদ প্রতিবেদন

অপরিকল্পিত চিংড়ি চাষের প্রভাবে বিপন্ন নারী-স্বাস্থ্য

২০২৩-০৬-১০

জয়ন্তী রায়না

 

উপকূলীয় নারীদের করুণ জীবনের কাহিনী। চিংড়ি চাষের কারণে লবণাক্ততা বৃদ্ধির ফলে কেটে ফেলতে হচ্ছে নারীদের জরায়ু। একদিকে চলছে রমরমা চিকিৎসা বাণিজ্য, আরেকদিকে অজস্র নারী হয়েছেন স্বামী পরিত্যক্তা। খুলনা অঞ্চলে চিংড়ি ও কাঁকড়া চাষ এবং লবণাক্ততার প্রভাব নিয়ে আমাদের আজকের প্রতিবেদন।