বহুস্বর
বৈঠকি
"সম্পূর্ণ অন্যায়ভাবে আমলাতান্ত্রিক সিদ্ধান্তে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে"
২০২৩-০২-১৮
জ্বালানি বিশেষজ্ঞ সালেক সুফী বলেন, আমলারা গ্যাস ও বিদ্যুতের দাম পরিশোধ করেন না। তাদের গাড়ির জ্বালানি খরচও সরকার থেকে পায়। দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ব্যর্থতার দায় এই আমলাদের এবং সরকারের। তড়িঘড়ি করে আইন পরিবর্তন করে, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে সেই দায় প্রতিনিয়ত জনগণের ওপর চাপানো হচ্ছে, যা সম্পূর্ণ অবিচার!