বহুস্বর
বৈঠকি
যথাযথ পূর্বাভাসের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাবার উপায় নিয়ে মোস্তাফা কামাল পলাশের সাক্ষাৎকার
২০২৩-০৫-০৯
প্রায় ২ সপ্তাহ আগেই বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশংকার কথা জানিয়েছিলেন আবহাওয়া ও জালবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। দুই সপ্তাহ পূর্বে এরকম পূর্বাভাস কীভাবে মৃত্যু কমিয়ে আনতে পারে, কীভাবে অর্থনৈতিক ক্ষতি কমাতে পারে সেসব নিয়ে দৃকনিউজের সাথে আলোচনা করেছেন তিনি। একই সাথে নিয়মিত আবহাওয়া পূরভাসের মাধ্যমে কীভাবে কৃষকের ক্ষতি কমিয়ে এনে সার্বিকভাবে অর্থনীতিতে অবদান রাখা যায় তা নিয়েও মতামত দিয়েছেন তিনি।