প্রচ্ছদ
প্রচ্ছদ
চুবানোর সংস্কৃতি ও চুপচাপ গণমাধ্যম
তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে নিউ এজ একটি অনন্য কার্টুন ছেপেছে, মেহেদী এঁকেছেন সেটি। এছাড়া দৃকনিউজে সেদিনই গিয়েছে তীর্থর একটি কার্টুন। এছাড়া অনলাইনে ছড়িয়েছে অপুর আরেকটি কার্টুন। কিন্তু সাধারণভাবে বাংলাদেশ থেকে তো কার্টুন নির্বাসিত। ফলে অধিকাংশ বাংলা পত্রিকাই এই রকম একটা আদর্শ ‘কার্টুনীয়’ বিষয়েও কোনো কার্টুন করতে সাহস করেনি। কার্টুনিস্ট কিশোরের পরিণাম সকলেরই স্মরণে আছে। সেটা যে ভয়ের সংস্কৃতি তৈরি করেছে, তাতে এই বিষয়গুলোতে দুই দশক আগেও নিশ্চিতভাবেই যে ব্যাঙ্গাত্মক কার্টুনগুলো আমরা দেখতাম, তার অনুপস্থিতি স্বাভাবিক হয়ে পড়েছে।
আরও পড়ুন
