শনিবার ১৩ই বৈশাখ ১৪৩১ Saturday 27th April 2024

শনিবার ১৩ই বৈশাখ ১৪৩১

Saturday 27th April 2024

বহুস্বর বৈঠকি

'শিক্ষাক্রম পরিবর্তনের কারণ বিশাল বিশাল অংকের টাকার প্রকল্প'

২০২২-০৬-১২

দৃকনিউজ বৈঠকিতে অধ্যাপক ও লেখক ড. কামরুল হাসান মামুন

নতুন শিক্ষাক্রমের অনুমোদন দিয়েছে সরকার। প্রাক্-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের নতুন শিক্ষাক্রমের রূপরেখা দেয়া হয়েছে গত ৩০ মে। এই শিক্ষাক্রম ২০২৩ সাল থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা ও নতুন শিক্ষাক্রম নিয়ে দৃকনিউজের বৈঠকিতে আলোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন। 

 

এই আলোচনায় অধ্যাপক ও লেখক কামরুল হাসান মামুন বলেন, “শিক্ষাক্রম পরিবর্তনের কারণ হলো প্রজেক্ট (প্রকল্প), যত বেশি পরিবর্তন তত বেশি প্রজেক্ট। কী প্রজেক্ট, নতুন নতুন বই লেখা হবে, প্রকাশিত হবে। আল্টিমেটলি মন্ত্রণালয় দেখে অর্থের দিকে, বিশাল বিশাল অংকের টাকায় প্রজেক্ট আসবে। মিটিং হবে অনেক বেশি, মিটিং এর জন্য সিটিং মানি আসবে, নানান দেশে ঘুরতে যাবে। ইটস অল অ্যাবাউট মানি!”