বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩১ Thursday 9th May 2024

বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩১

Thursday 9th May 2024

দেশজুড়ে শিক্ষাঙ্গন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: অভ্যন্তরীণ পরিবহন সংকট

২০২২-০৩-২৭

তানভীর আহমেদ অয়ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: অভ্যন্তরীণ পরিবহন সংকট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রিক্সা চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন, শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায়, গত ৪ জানুয়ারী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ক্যাম্পাসে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন। এর ধারাবাহিকতায় ইঞ্জিন চালিত সকল রিক্সা ও ভ্যান এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকল্প হিসেবে কয়েকটি বাস সার্ভিস চালু করা হয়। তবে বাসগুলোর নির্ধারিত সময় ও  রুট রিক্সার প্রয়োজনীয়তা মেটাতে পারছে না বলে দাবি শিক্ষার্থীদের। তাদের অভিযোগ, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে দীর্ঘ পথ হেঁটেই যেতে হয়। ফলে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা রয়েছেন, চরম সংকটে। জরুরি চিকিৎসা সেবা নেয়ার ক্ষেত্রেও শিক্ষার্থীদের হাঁটা ছাড়া উপায় নেই।

Your Comment