সোমবার ১৬ই পৌষ ১৪৩১ Monday 30th December 2024

সোমবার ১৬ই পৌষ ১৪৩১

Monday 30th December 2024

বহুস্বর বৈঠকি

জ্বালানি সংকটের পেছনে আমলাতন্ত্র ও দুর্নীতি

২০২২-০৯-০৩

দৃকনিউজ বৈঠকিতে জ্বালানি বিশেষজ্ঞ সালেক সুফী

      

আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ সালেক সুফী বলেন, "পরিকল্পনায় অদূরদর্শী, বাস্তবায়নে অদক্ষতা এবং ব্যাপক দুর্নীতির ধারাবাহিকতায় জ্বালানি সংকটে রয়েছে বাংলাদেশ।" 

 

দেশের জ্বালানি খাতের অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতা নিয়ে দৃকনিউজের বৈঠকিতে আলাপ করেছেন, আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ও পরামর্শক সালেক সুফী।  তিনি বলেন, "লাখ লাখ অবৈধ সংযোগের সুবিধা টপ ট্যু বটম সবাই পেয়েছেন। তিতাস থেকে শুরু করে মন্ত্রণালয়, এই দুর্নীতির জন্য এরা সবাই দায়ী।" 

 

এই বিশেষজ্ঞ আরও জানান, ‘দায় মুক্তি আইন’ এর মধ্য দিয়ে 'বিদ্যুৎ ও জ্বালানি খাত' কে আমলা নির্ভর করা হয়েছে। কোনো জবাবদিহিতা নেই। দক্ষ ব্যক্তিদের কাজ করতে দেয়া হচ্ছে না। এই আইন অবশ্যই বাতিল করতে হবে বলে মনে করেন, তিনি। 

 

জ্বালানি বিশেষজ্ঞ সালেক সুফী বলেন, "জ্বালানি খাত পরিচালনার ব্যর্থতার দায় কেন জনগণের ওপর আসবে? সব জায়গায় হাহাকার তৈরি হয়েছে। যারা দায়ী আমি নির্দিষ্ট করে দায়- দায়িত্ব দেখিয়ে দিতে পারবো কারা এক্ষেত্রে লাভজনক হয়েছেন। এদেরকে জনগণের সামনে নিয়ে আসা উচিৎ।"