বুধবার ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩২ Wednesday 28th May 2025

বুধবার ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩২

Wednesday 28th May 2025

প্রচ্ছদ প্রতিবেদন

আবারও রাতের আঁধারে গাছ কাটা হলো ধানমন্ডিতে

২০২৩-০৫-০২

দৃকনিউজ প্রতিবেদন

আবারও রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোড এলাকায় রাতের আঁধারে গাছ কাটার ঘটনা ঘটেছে। বুলডোজার ব্যবহার করে গাছ উপড়ে নেয়ার দৃশ্য দেখে স্থানীয় অনেকেই প্রতিবাদ করেন। প্রতিবাদকারীদের কেউ কেউ ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সাহায্য চান। সাত মসজিদ সড়কের গাছ অপসারণ করছে কে বা কারা, বৈধভাবে সেটা করা হচ্ছে কিনা, জানতে চেয়ে এর আগে সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তার সাথে দৃকনিউজ যোগাযোগ করেছিলো। কিন্তু তারা কেউই কোনো সদুত্তর দিতে পারেননি।