শুক্রবার ১৯শে পৌষ ১৪৩২ Friday 2nd January 2026

শুক্রবার ১৯শে পৌষ ১৪৩২

Friday 2nd January 2026

প্রচ্ছদ

শহিদুলসহ ইসরায়েল কর্তৃক সকলের মুক্তির দাবি জানিয়েছে এশিয়ার সঙ্গীতশিল্পীরা

২০২৫-১০-০৯

দৃকনিউজ ডেস্ক

শহিদুলসহ ইসরায়েল কর্তৃক সকলের মুক্তির দাবি জানিয়েছে এশিয়ার সঙ্গীতশিল্পীরা

ফিলিপাইনস ভিত্তিক সঙ্গীত সংগঠন এশিয়ান মিউজিক ফর পিপলস, পিস অ্যান্ড প্রোগ্রেস (এএমপিথ্রি) গাজাগামী ফ্লোটিলা থেকে ইসরায়েলি বাহিনী দ্বারা অপহৃত বাংলাদেশের আলোকচিত্রী ও লেখক ড. শহিদুল আলমসহ সকল অ্যাক্টিভিস্টদের মুক্তির দাবি জানিয়েছে। বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতিতে বন্দীদের মুক্তি চাওয়ার পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের সাথে সংহতি প্রকাশ করা হয়।

 

এএমপিথ্রি’র বিবৃতিতে বলা হয়, “ফ্লোটিলায় থাকা আটককৃত অ্যাক্টিভিস্টদের অবিলম্বে মুক্তির জন্য চলমান আহবানের সাথে ‘এশিয়ান মিউজিক ফর পিপলস, পিস অ্যান্ড প্রোগ্রেস’ এর কণ্ঠস্বর যুক্ত করে বলছি, যারা গাজাবাসীর জন্য অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার যাত্রা শুরু করেছিলো, তারা ইসরায়েলি দখলদার বাহিনী দ্বারা অপহৃত হয়েছেন।”

 

বিবৃতিতে আরও বলা হয়, “আটককৃতদের মধ্যে রয়েছেন রয়েছেন সমগীত এবং এএমপিথ্রি’র এর একজন প্রিয় বন্ধু, কমরেড, বাংলাদেশের বিখ্যাত আলোকচিত্রী ও লেখক ড. শহিদুল আলম। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং আদালাহ- দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মাইনোরিটি রাইটস ইন ইসরাইল এর মাধ্যমে জানতে পেরেছি আমাদের বন্ধু শহিদুল এবং অন্যান্যদের দক্ষিণ ইসরায়েলের নাগেভ মরুভূমিতে অবস্থিত কেৎজিয়েত কারাগারে রাখা হয়েছে।”

 

এশিয়ার সঙ্গীতশিল্পীরা বাংলাদেশের বন্ধুদের কাছ থেকে শহীদুলের খোঁজ রাখছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

এএমপিথ্রি তাদের দাবি জানিয়ে বলেছে, “এই মুহূর্ত থেকে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। গাজার অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে হবে। ফিলিস্তিন মুক্ত হবেই।”