বুধবার ৮ই চৈত্র ১৪২৯ Wednesday 22nd March 2023

বুধবার ৮ই চৈত্র ১৪২৯

Wednesday 22nd March 2023

প্রচ্ছদ প্রতিবেদন

লুট হয়ে যাচ্ছে প্রাণ-প্রাচুর্যে ভরপুর বুড়িগঙ্গার একটি শাখা

২০২৩-০২-০৯

সৈয়দ সাইফুল আলম

   

ড্রোন থেকে তোলা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন্ও টিমটিম করে বেঁচে থাকা একটি নদী। এর নামও বুড়িগঙ্গা, এর সাথে নদীকূলের মানুষদের আছে জীবন্ত সম্পর্ক। বছর দশেক আগেই মূল নদী থেকে একে বিচ্ছিন্ন করা হয়েছে, দুই পার দখল করে করে অনেকটা সরু্ও করে ফেলা হয়েছে। এবার শুরু হয়েছে প্রাণের স্পন্দনে পরিপূর্ণ এই নদীটির শেষ অস্তিত্বটাকে মুছে ফেলবার আনুষ্ঠানিক আয়োজন। আমাদের আজকের পর্বে আমরা দেখবো দেশের আইন লঙ্ঘন করে জীবন্ত একটি নদীকে কিভাবে হত্যা করে ক্ষমতাবানরা। আর এই হত্যাদৃশ্যে সহযোগীর ভূমিকা পালন করেছে কারা এবং কিভাবে, সেই গল্পও আমরা পরের পর্বে বলে যাবো।  আজ চিনে নেয়া যাক বুড়িগঙ্গার এই ধারাটিকে, এবং তার তীরবর্তী মানুষের সাথেও পরিচিত হওয়া যাক—প্রিয় নদীটির বিলুপ্তি যারা নীরবে দেখতে বাধ্য হচ্ছেন।