শুক্রবার ২০শে পৌষ ১৪৩১ Friday 3rd January 2025

শুক্রবার ২০শে পৌষ ১৪৩১

Friday 3rd January 2025

প্রচ্ছদ প্রতিবেদন

"মরমু না আর বাইচ্চা কি করমু..." দানেশ মির্জা

২০২২-১২-০৬

দৃকনিউজ প্রতিবেদন

  

ভাতের কষ্ট আর সহ্য হয় না দানেশ মির্জার "মরমু না আর বাইচ্চা কি করমু..." ওএমএস এর চাল আর আটা বিক্রির ট্রাকের দেখা পাবার আশায় সারাদিন বসে ছিলেন প্রবীণ দানেশ মির্জা। ওএমএসের ট্রাক সবদিন আসে না। এমনকি কখন কখনো ২/৩ দিন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও চাল পাননি তিনি। রাজধানীর রায়েরবাজারের বারইখালি এলাকার ঘিঞ্জি বস্তির ছোট একটি ঘরে স্ত্রী নিয়ে থাকেন দানেশ মির্জা।মির্জা। তার হাড়িতে দেখতে পেলাম সামান্য কিছু ভাত। বয়সের ভারে নুয়ে পড়ায়, মানুষের কাছে চেয়ে খাওয়া ছাড়া তার কোন বিকল্প নেই। সরকারের কাছ থেকে সামান্য যেটুকু ভাতা পান তাতে চালের খরচও হয় না।এমন দুর্দশায় তাদের খোঁজ নেওয়ার কেউ নেই। চালের আশায় বসে থাকতে থাকতে প্রায়ই অসুস্থ হয়ে পরেন তিনি। জীবনের চরম বাস্তবতায় হার মেনে যেন মৃত্যুর অপেক্ষা করছেন দানেশ মির্জা।

Your Comment