বৃহঃস্পতিবার ১৬ই কার্তিক ১৪৩১ Thursday 31st October 2024

বৃহঃস্পতিবার ১৬ই কার্তিক ১৪৩১

Thursday 31st October 2024

বহুস্বর বৈঠকি

World Press Photo Foundation's Executive Director Joumana's exclusive interview

২০২২-১১-০৬

সাক্ষাৎকারটি নিয়েছেন দীপান্বিতা কিংশুক ঋতি

     

৪-২১ নভেম্বর দৃক গ্যালারিতে চলবে ওয়ার্ল্ড প্রেস ফোটো এক্সিবিশন। পৃথিবীর নানা প্রান্তের সেরা আলোকচিত্রীদের ছবির দেখা মিলবে এই প্রদর্শনিতে। ওয়ার্ল্ড প্রেস ফোটো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুমানা এল জেইন খৌরি আলোকচিত্রের দুনিয়া ও তাঁর প্রতিষ্ঠানের নানা বিষয় নিয়ে কথা বলেছেন দৃকনিউজের সঙ্গে।

আলাপচারিতায় জুমানা কথা বলেছেন
ওয়ার্ল্ড প্রেস ফোটো ফাউন্ডেশনে কতোটা বৈশ্বিক,
আলোকচিত্রের দুনিয়ায় পশ্চিমা আধিপত্য,
আলোকচিত্রে প্রান্তিক মানুষের কণ্ঠস্বর,
ওয়ার্ল্ড প্রেস ফোটো ফাউন্ডেশনে কাজ করার অভিজ্ঞতা এবং আরো নানা প্রসঙ্গ নিয়ে। সাক্ষাৎকারটি নিয়েছেন দীপান্বিতা কিংশুক ঋতি।


World Press Photo Exhibition is being held at Drik Gallery from 4-21 November. Photos taken by photographers from all over the world would be exhibited here. The Executive Director of the World Press Photo Foundation Joumana El Zein Khoury has shared her thoughts about the world of photography and her own organization with DrikNEWS.

Joumana has spoken about
how inclusive the World Press Photo Foundation is,
the Western gaze of the photography world,
the voice of the subalterns in photography
the experience of working with the World Press Photo Foundation and other things. The interview was conducted by Deepannita Kingshuk Reeti.

Your Comment