শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ Friday 5th December 2025

শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২

Friday 5th December 2025

প্রচ্ছদ

খেলার মাঠে থানা: পুলিশি হয়রানির শিকার শিশুরা

২০২২-০২-১৫

দৃকনিউজ প্রতিবেদন

কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে কলাবাগানের তেঁতুলতলার মাঠ। কয়েক লাখ বাসিন্দার একমাত্র খেলার জায়গাটিতে থানা ভবন নির্মাণ করা হবে, এ নিয়ে উদ্বিগ্ন স্থানীয় মানুষ। মায়েদের আশঙ্কা, খেলার সুযোগ না পেলে হয়তো সন্তানেরা মাদকাসক্ত হয়ে পড়বে। পুলিশ এই শিশুদের বাড়ি বাড়ি গিয়ে ভীতি প্রদর্শন ও হয়রানি করছে বলেও অভিযোগ মিলেছে। মাঠরক্ষায় এলাকাবাসী সহ শিশু-কিশোররা আন্দোলন গড়ে তুলেছে। তেঁতুলতলার মাঠ রক্ষায় দৃকনিউজের প্রতিবেদন।