মেঘনার বুকে জেগে থাকা চর মায়াদ্বীপে, বালু সন্ত্রাসীদের দৌরাত্ম্য চলছে প্রায় ১ যুগ ধরে। যথেচ্ছভাবে বালু তোলার কারণে নদীর গতিপথ বদলে যাচ্ছে, বাড়ছে নদী ভাঙ্গন। একইসাথে কৃষিজমি ধ্বংস, মাছের প্রজননক্ষেত্র বিনষ্ট এবং নৌ দুর্ঘটনা বৃদ্ধিসহ দেখা দিয়েছে নানা সংকট। অবৈধ এই তৎপরতার বিরুদ্ধে স্থানীয় কৃষক ও জেলেরা প্রতিবাদ করলে তাদের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে প্রভাবশালী বালুদস্যুরা। সবশেষ 'মায়াদ্বীপ জেলেশিশু পাঠশালা'র প্রধান শিক্ষক ও তার পরিবারের ওপর নির্মম হামলা চালায় দুর্বৃত্তরা। সবমিলিয়ে মায়াদ্বীপের জনজীবন আতঙ্কের জনপদে পরিণত হয়েছে।
মেঘনা নদীতে দেড়শত বছরের পুরনো চর ‘নুনেরটেক’ ঘেষে প্রায় ৫৫ বছর আগে জেগে ওঠে নতুন আরেকটি চর। নতুন এই চরের তিনটি অংশ- সবুজবাগ, গুচ্ছগ্রাম ও রঘুনারচর। ভালোবেসে এই তিনটি অংশকে মিলিয়ে নাম ‘মায়াদ্বীপ’ রেখেছেন কবি শাহেদ কায়েস। বালু সন্ত্রাসীদের কবল থেকে দ্বীপটিকে বাঁচাতে ২০১০ সালের জুনে, শাহেদ কায়েসের গড়ে তোলেন 'মায়াদ্বীপ রক্ষা আন্দোলন'।