আন্তর্জাতিক জলসীমায় গাজাবাসীর জন্য মানবিক সহায়তা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সকল নৌযান ইসরায়েলি দখলদার বাহিনীর কর্তৃক আক্রমণের প্রতিবাদে নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরায়েলি আচরণের নির্লজ্জ প্রকাশ।’ পাশাপাশি আটককৃত সকল মানবিক সহায়তা কর্মী ও অ্যাক্টিভিস্টদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, মানবিক সহায়তা বহনকারী নৌবহরটি ফিলিস্তিনি জনগণের প্রতি বৈশ্বিক সংহতির প্রতিনিধিত্ব বহন করছে। দখলদার ইসরাইলি বাহিনী বেসামরিক জনগণকে তাদের জীবন, মর্যাদা এবং জীবিকা নির্বাহের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে। ইসরায়েলি বাহিনীকে গাজায় বেসামরিক জনগণের জন্য বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে, বাংলাদেশ।
গাজা এবং পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব বন্ধ, আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান, এবং গাজায় গণহত্যা যুদ্ধ এবং মানবিক অবরোধ অবিলম্বে বন্ধ করতে হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের সাথে অটল সংহতি প্রকাশ করছে বাংলাদেশ।
উল্লেখ্য বিশ্বের বিভিন্ন দেশের শত অ্যাক্টিভিস্ট, মানবাধিকারকর্মী, রাজনীতিক, চিকিৎসক, লেখক, গবেষক ও সাংবাদিকদের বহনকারী গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলার ৪৫টি জাহাজের প্রায় সবগুলোই আটক করেছে ইসরায়েলি বাহিনী। তবুও এই নৌবহর থেমে থাকেনি। ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনে’র উদ্যোগে একটি বড় জাহাজ ‘কনশেন্স’ আরও ১০টি ছোট নৌকাসহ প্রায় ১০০ জনকে নিয়ে অবরোধ ভাঙার লক্ষ্যে গাজার উদ্দেশ্যে সমুদ্রপথে এগিয়ে চলছে।