শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ Friday 5th December 2025

শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২

Friday 5th December 2025

প্রচ্ছদ

শহিদুল আলমকে সংহতি ও অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান

২০২৫-১০-০৪

দৃকনিউজ প্রতিবেদন

শহিদুল আলমকে সংহতি ও অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান

গাজাগামী নৌযানের বহরে যুক্ত হওয়া আলোকচিত্রী, লেখক ও অ্যাক্টিভিস্ট ড. শহিদুল আলমকে অভিনন্দন জানিয়ে তাকে ‘সংহতির প্রতীক ও বিবেকের গর্জন’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার, ৪ অক্টোবর ২০২৫, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

 

তারেক রহমান বলেন, “গাজাগামী ফ্লোটিলায় শহিদুল আলমের পদক্ষেপ কেবল সংহতি প্রকাশ নয়, এটি বিবেকের গর্জন। বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন যে এ দেশের মানুষ কখনো নিপীড়ন ও অন্যায়ের কাছে মাথা নত করে না। ভবিষ্যতেও করবে না।”

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, “বিএনপি সবসময় তার সঙ্গে এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে।”

 

গাজায় তথ্য ও সাংবাদিকতার অবরোধ ভাঙার উদ্যোগে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) মিডিয়া অ্যান্ড মেডিক্স ফ্লোটিলায় আছেন শহিদুল আলম। এফএফসি’র উদ্যোগে একটি বড় জাহাজ ‘কনশেন্স’ আরও ১০টি ছোট নৌকাসহ প্রায় ১০০ জনকে নিয়ে অবরোধ ভাঙার লক্ষ্যে গাজার উদ্দেশ্যে সমুদ্রপথে এগিয়ে চলছে।