শনিবার ২৪শে কার্তিক ১৪৩২ Saturday 8th November 2025

শনিবার ২৪শে কার্তিক ১৪৩২

Saturday 8th November 2025

প্রচ্ছদ

শহিদুল আলম এবং গাজার সাথে আছি: প্রধান উপদেষ্টা

২০২৫-১০-০৪

দৃকনিউজ প্রতিবেদন

শহিদুল আলম এবং গাজার সাথে আছি: প্রধান উপদেষ্টা

গাজাগামী ঐতিহাসিক নৌবহরে অংশ নেয়া বাংলাদেশের আলোকচিত্রী ড. শহিদুল আলমের পাশে আছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ‘আমরা শহিদুল আলম এবং গাজার সাথে আছি’ উল্লেখ করে শনিবার, ৪ অক্টোবর ২০২৫, রাতে এক বিবৃতে সংহতি প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। বিশ্বখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমসহ এই অভিযানের প্রত্যেকের সার্বিক অবস্থা ও নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

 

বিবৃতিতে বলা হয়, “হাসিনা সরকারের ২০১৮ সালে, অধীনে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য ১০৭ দিন কারাগারে ছিলেন, যে সাহস, দৃঢ়তা, অটল মনোবল তিনি দেখিয়েছিলেন, সময়ের সেই মতাদর্শ ও আত্মবিশ্বাসকে সাথে নিয়ে শহিদুল এই মিশনে এগিয়ে এসেছেন।”

 

প্রধান উপদেষ্টা বলেন, “শহিদুল আলম, বাংলাদেশের অদম্য চেতনার এক উজ্জ্বল প্রতিমূর্তি হিসেবে দাঁড়িয়ে আছেন।”

 

বিবৃতিতে আরও জানানো হয়, গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের সামনে প্রধান উপদেষ্টা বক্তবটি উল্লেখ করা হয়, “গাজার এই মর্মান্তিক হত্যাযজ্ঞ আর কোথাও দৃশ্যমান নয়। শিশুরা ক্ষুধার্ত অবস্থায় মারা যাচ্ছে। নির্বিচারে হত্যা হচ্ছে মানুষ। হাসপাতাল, বিদ্যালয় থেকে পুরো মানচিত্র মুছে ফেলা হচ্ছে।

 

বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আমরা শহিদুল আলম এবং গাজার সাথে আছি - এখন এবং চিরকাল।”