অবরুদ্ধ গাজা অভিমুখী মানবিক বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরায়েলের হামলা ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ করেছে, ফিলিস্তিন সংহতি কমিটি বাংলাদেশ। এর দুপুরে মানিক মিয়া এভিনিউর সংসদ ভবন এলাকায় ‘প্রটেক্ট ফ্লোটিলা‑ ফ্রি প্যালেস্টাইন’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচি করেছে ‘বাংলাদেশ ইয়ুথ সিনার্জি অ্যালায়েন্স’। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি খামারবাড়ি মোড় ঘুরে সংসদ ভবনের সামনে এসে শেষ হয়।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর ডিফেন্স ফোর্সকে (আইডিএফ) সন্ত্রাসী সংগঠন দাবি করে পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইয়ুথ সিনার্জি অ্যালায়েন্স। ফিলিস্তিনের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও অবিলম্বে গণহত্যা থামানোর দাবিসহ এই দাবিগুলোর মধ্যে রয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সুরক্ষা নিশ্চিত করতে হবে; ফ্লোটিলা থেকে আটককৃতদের মুক্তি দিতে হবে; অবিলম্বে অবরোধ ভাঙার পদক্ষেপ নিতে হবে; ইসরায়েলের অস্ত্র কেনাবেচা বন্ধ করতে হবে; ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করতে হবে।
মানবাধিকার, পরিবেশ, জলবায়ু, সামাজিক- সাংস্কৃতিক, ক্রীড়া ও শিক্ষা এবং স্বেচ্ছাসেবীসহ ৭০টি সংগঠন এই আয়োজনের সাথে সংহতি প্রকাশ করেছে।
এই সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনগামী ফ্লোটিলা মানবিক দায়বদ্ধতার প্রতীক। দখলদারি শক্তি থেকে যতই বাধা আসুক দুনিয়াতে ন্যায়, মানবতা ও স্বাধীনতার পক্ষে লড়াই চলমান থাকবে।