উপকূলীয় নারীদের করুণ জীবনের কাহিনী। চিংড়ি চাষের কারণে লবণাক্ততা বৃদ্ধির ফলে কেটে ফেলতে হচ্ছে নারীদের জরায়ু। একদিকে চলছে রমরমা চিকিৎসা বাণিজ্য, আরেকদিকে অজস্র নারী হয়েছেন স্বামী পরিত্যক্তা। খুলনা অঞ্চলে চিংড়ি ও কাঁকড়া চাষ এবং লবণাক্ততার প্রভাব নিয়ে আমাদের আজকের প্রতিবেদন।