শুক্রবার ১৯শে আশ্বিন ১৪৩১ Friday 4th October 2024

শুক্রবার ১৯শে আশ্বিন ১৪৩১

Friday 4th October 2024

বহুস্বর বৈঠকি

যথাযথ পূর্বাভাসের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাবার উপায় নিয়ে মোস্তাফা কামাল পলাশের সাক্ষাৎকার

২০২৩-০৫-০৯

আবু রায়হান খান

 

প্রায় ২ সপ্তাহ আগেই বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশংকার কথা জানিয়েছিলেন আবহাওয়া ও জালবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। দুই সপ্তাহ পূর্বে এরকম পূর্বাভাস কীভাবে মৃত্যু কমিয়ে আনতে পারে, কীভাবে অর্থনৈতিক ক্ষতি কমাতে পারে সেসব নিয়ে দৃকনিউজের সাথে আলোচনা করেছেন তিনি। একই সাথে নিয়মিত আবহাওয়া পূরভাসের মাধ্যমে কীভাবে কৃষকের ক্ষতি কমিয়ে এনে সার্বিকভাবে অর্থনীতিতে অবদান রাখা যায় তা নিয়েও মতামত দিয়েছেন তিনি।

Your Comment