রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ Sunday 8th September 2024

রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১

Sunday 8th September 2024

প্রচ্ছদ প্রতিবেদন

গরীবের ভরসা জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার

২০২৩-০৪-১৩

ফামিহা সুহরোওয়ার্দ্দী

শুধু বাংলাদেশেই নয়,পুরো বিশ্বজুড়ে এটিই হচ্ছে অন্যতম হাসপাতাল যেখানে একসাথে ১০০ রোগীকে ডায়ালাইসিসের চিকিৎসা দেওয়া হয়। অতি দরিদ্রদের জন্য মাত্র ৩০০ টাকায় ডায়ালাইসিসেরও সুযোগ রয়েছে। এছাড়া ৪০০টাকা, ৭০০ টাকা ইত্যাদি ধরনের প্যাকেজ রয়েছে। একদম অপারগদের জন্য বিনামূল্যেও ডায়ালাইসিস এর ব্যবস্থা আছে। এখানে আগত ৮০% মানুষই নিম্নবিত্ত। এ কারণেই গণস্বাস্থ্যকে বলা হয় গরিবের হাসপাতাল। বহু মানুষ ঢাকার বাইরে থেকে আসেন। ঢাকার বহু রোগী অন্য জায়গায় খরচ পোষাতে পারেন না বলে গণস্বাস্থ‍্য ডায়ালাইসিস কেন্দ্রে ডায়ালাইসিস নেন।

Your Comment