শুক্রবার ১০ই মাঘ ১৪৩২ Friday 23rd January 2026

শুক্রবার ১০ই মাঘ ১৪৩২

Friday 23rd January 2026

প্রচ্ছদ

রমজানে ঢাবির হলে খাবারের দাম দ্বিগুণ শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

২০২৩-০৩-৩০

আবু রায়হান খান

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যন্ত্রণার শেষ নেই। হলের ভেতর গাদাগাদি, গণরুম, জোর করে মিছিলে নেয়া, নির্যাতন এসব তো আছেই, কিন্তু সব চাইতে খারাপ হলো শিক্ষার্থীদের খাবারের কষ্ট। এতো মানহীন খাবার পৃথিবীর অন্য কোন দেশের বিশ্ববিদ্যালয়ে কল্পনা করাও অসম্ভব হবে। সেই মানহীন খাবারের দামও এবারের রমজানে লাগামছাড়া বৃদ্ধি পেয়েছে। বেশিরভাগ হলের ক্যান্টিনের খাবারের দাম এখন রোজার আগের চাইতে প্রায় দ্বিগুণ। খাবারের দাম বৃদ্ধির ফলে তিন বেলা খাবার খাওয়াই কষ্টকর হয়ে পড়েছে অনেক শিক্ষার্থীর জন্য।