ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যন্ত্রণার শেষ নেই। হলের ভেতর গাদাগাদি, গণরুম, জোর করে মিছিলে নেয়া, নির্যাতন এসব তো আছেই, কিন্তু সব চাইতে খারাপ হলো শিক্ষার্থীদের খাবারের কষ্ট। এতো মানহীন খাবার পৃথিবীর অন্য কোন দেশের বিশ্ববিদ্যালয়ে কল্পনা করাও অসম্ভব হবে। সেই মানহীন খাবারের দামও এবারের রমজানে লাগামছাড়া বৃদ্ধি পেয়েছে। বেশিরভাগ হলের ক্যান্টিনের খাবারের দাম এখন রোজার আগের চাইতে প্রায় দ্বিগুণ। খাবারের দাম বৃদ্ধির ফলে তিন বেলা খাবার খাওয়াই কষ্টকর হয়ে পড়েছে অনেক শিক্ষার্থীর জন্য।