শুক্রবার ১৪ই আশ্বিন ১৪৩০ Friday 29th September 2023

শুক্রবার ১৪ই আশ্বিন ১৪৩০

Friday 29th September 2023

প্রচ্ছদ প্রতিবেদন

ট্রাক চালকদের মানবেতর জীবন ঘুম, পায়খানা-প্রস্রাব কিংবা গোসলের সুযোগও রাখেননি মেয়ররা

২০২৩-০৩-২৯

আবু রায়হান খান

 

দিনের পর দিন পরিবার-পরিজন থেকে দূরে থাকেন ট্রাক চালকরা। পথেই তাদের থাকা-খাওয়া, পথেই ঘুম, পথেই গোসল ও পরিস্কার পরিচ্ছন্ন থাকার সাধ্যমত চেষ্টা। ধূলার ঝরে বিধ্বস্ত কিংবা ভাঙাচোরা রাস্তায় ক্লান্ত অথবা যানজটে আটকা থেকে বসে বসেই একটুখানি ঘুমিয়ে নেয়া ট্ক চালকদের জীবনকে আরেকটু মানবিক করার কোন উদ্যোগ কি সরকার কিংবা স্থানীয় কর্তৃপক্ষের দিক থেকে দেখা যায়?

Your Comment