বৃহঃস্পতিবার ১৯শে পৌষ ১৪৩১ Thursday 2nd January 2025

বৃহঃস্পতিবার ১৯শে পৌষ ১৪৩১

Thursday 2nd January 2025

প্রচ্ছদ প্রতিবেদন

স্বাধীনতা দিবসে বাংলাদেশের পুরনো বন্ধু স্টিভ মিনকিনের বিশেষ সাক্ষাৎকারের নির্বাচিত অংশ

২০২৩-০৩-২৬

দীপান্বিতা কিংশুক ঋতি

স্বাধীনতা যুদ্ধ শেষ হওয়ার কয়েক দিন পর বাংলাদেশে এসেছিলেন কবি এবং জনস্বাস্থ্য ও সবুজকর্মী স্টিভ মিনকিন। যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি। তারপর থেকেই, অর্থাৎ সেই সত্তরের দশক থেকেই তিনি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দৃকনিউজে প্রচারিত হলো তাঁর বিশেষ সাক্ষাৎকারের নির্বাচিত অংশ।

Your Comment