সোমবার ২৩শে অগ্রহায়ণ ১৪৩২ Monday 8th December 2025

সোমবার ২৩শে অগ্রহায়ণ ১৪৩২

Monday 8th December 2025

প্রচ্ছদ

সব নির্যাতন সয়ে যান জলদাসেরা

২০২৩-০৩-২১

জাফর মুহাম্মদ

 

জলদাস জনগোষ্ঠী অজস্র অত্যাচারের শিকার। একদিকে জাহাজ থেকে ফেলা তেলের দূষণের কারণে মাছ কমে যাচ্ছে, আরেকদিকে বছরের একটা সময় মাছ ধরার নিষেধাজ্ঞা। ভারত থেকে এসে মাছ নিয়ে যাচ্ছে। আছে জাল কেটে দেয়া, গ্রেফতার। অনাহারে অর্ধাহারে আর উদ্বেগে কাটছে জেলে সম্প্রদায়ের দিন।