বৃহঃস্পতিবার ১৬ই কার্তিক ১৪৩১ Thursday 31st October 2024

বৃহঃস্পতিবার ১৬ই কার্তিক ১৪৩১

Thursday 31st October 2024

প্রচ্ছদ প্রতিবেদন

"লবণাক্ততার সংকট মোকাবেলা না করা হলে মানব বিপর্যয় ঘটবে"

২০২৩-০১-১২

জয়ন্তী রায়না

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রকৃতি ও মানবজীবন, এমনকি কমে যাচ্ছে এ অঞ্চলের জনসংখ্যা। চাষাবাদ থেকে শুরু করে নারীস্বাস্থ্য, প্রতিটি ক্ষেত্রে লবণাক্ততার প্রভাব এখন প্রকট। কিন্তু এই লবণাক্ততার উৎস কোথায়? কেনইবা তা এতো দ্রুত পানির সাথে সাথে মাটিতেও ছড়িয়ে যাচ্ছে? কী কারণে খুলনা-সাতক্ষীরা অঞ্চলের লবণাক্ততা বরিশাল অঞ্চলের তুলনায় অনেক বেশি? দৃকনিউজের সাথে লবণাক্ততা বিষয়ে বিস্তারিত আলাপ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল্লাহ হারুন চৌধুরী।

Your Comment