DrikNEWS | খোয়াজ খিজিরের বেড়া ভাসান DrikNEWS
বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ Wednesday 30th April 2025

বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২

Wednesday 30th April 2025

প্রচ্ছদ প্রতিবেদন

খোয়াজ খিজিরের বেড়া ভাসান

২০২২-১০-১৭

জয়ন্তী রায়না

  

খোয়াজ খিজিরকে নিয়ে গ্রাম বাংলায় গল্পের অন্ত নেই। জনপ্রিয় বিশ্বাস এমন যে, খোয়াজ খিজির মৃত্যকে জয় করেছেন। পানিতে কোনো মানুষ বিপদে পড়লে তিনি উদ্ধার করেন। তার জ্ঞান অসীম। ভবিষ্যত দেখতে পান তিনি। খোয়াজ খিজিরের এই চরিত্রটির সাথেই সম্পর্কিত একট অনুষ্ঠানের নাম “বেড়া ভাসান”।