বুধবার ৯ই মাঘ ১৪৩১ Wednesday 22nd January 2025

বুধবার ৯ই মাঘ ১৪৩১

Wednesday 22nd January 2025

প্রচ্ছদ প্রতিবেদন

স্বজনদের খুঁজে ফিরছেন অজস্র মানুষ

২০২২-০৯-২৭

দৃকনিউজ প্রতিবেদন

       

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবিতে এখনও পর্যন্ত অর্ধশতাধিক মরদেহ উদ্ধার হয়েছে। আরও প্রায় চল্লিশ জনের মতো নিখোঁজ বলে দাবি স্বজনদের। রোববার বেলা দেড়টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে।

Your Comment