শুক্রবার ১৯শে আশ্বিন ১৪৩১ Friday 4th October 2024

শুক্রবার ১৯শে আশ্বিন ১৪৩১

Friday 4th October 2024

প্রচ্ছদ প্রতিবেদন

সমুদ্র জয়ের সুফল পাচ্ছে না বাংলাদেশ

২০২২-০৯-১৩

আবু রায়হান খান

       

২০১২ সালে মিয়ানমার ও ২০১৪ সালে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক সমুদ্র আদালতে  বিজয় অর্জন করলেও সেখান থেকে গ্যাস উত্তোলনের কোন চেষ্টা করেনি  বাংলাদেশ। 

 

মিয়ানমার, ভারত কিংবা মালয়েশিয়ার মতো দেশগুলো গভীর সমুদ্রে গ্যাস উত্তোলন করলেও রহস্যময় কারণে সেই চেষ্টাই করেনি বাংলাদেশ। 

 

বিশেষজ্ঞদের মতে, এলএনজি আমদানির স্বার্থেই বাপেক্সকে অলস বসিয়ে রাখা হয়েছে।

Your Comment