জনস্বাস্থ্য কী?
সাধারণ মানুষ কেন চিকিৎসা পান না?
স্বাস্থ্যখাতে আমলাতন্ত্রের প্রভাব কী?
চিকৎসকদের জনবিচ্ছিন্নতার দায় কার ?
স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দের স্বরূপটা কী?
স্বাস্থ্যপ্রশাসন কেমন হওয়া উচিত?
বাংলাদেশের স্বাস্থ্যখাতে অপচয় আর দুর্নীতি এত প্রবল কেন?
জনস্বাস্থ্যের ময়নাতদন্ত
ড. তৌফিক জোয়ার্দার
আলোচক পরিচতি: তৌফিক জোয়ার্দার একজন জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা বিশেষজ্ঞ। বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক পরামর্শক হিসেবে কার্যরত আছেন; ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের গ্লোবাল হেলথ ইন্সটিটিউটে সহযোগী অধ্যাপক হিসেবে সম্প্রতি যোগদান করেছেন। জনস্বাস্থ্যে পিএইচডি করেছেন জন্স হপকিন্স ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথ থেকে, এর আগে দিনাজপুর মেডিকেল কলেজ ও ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথের শিক্ষার্থী ছিলেন। তিনি পাবলিক হেলথ ফাউন্ডেশন, বাংলাদেশ এর ভাইস চেয়ারপার্সন।
জনস্বাস্থ্যের ময়নাতদন্ত
ড. তৌফিক জোয়ার্দার
সময়: ১৭ আগস্ট, বুধবার, বিকাল ৫টা
স্থান: দৃকপাঠ ভবন (২য় তলা), ১৬ শুক্রবাদ, পান্থপথ, ঢাকা ১২০৭
ফেসবুক লাইভ প্রচারিত হবে দৃকনিউজের https://www.facebook.com/driknewsdrik পেইজ থেকে।
ফেসবুক ইভেন্টের লিংক: https://fb.me/e/1MQeGiRZn
দৃকনিউজ বৈঠকিতে এই আলাপ ও প্রশ্নোত্তরে সকলে স্বাগত। অনলাইনেও অংশগ্রহণ ও প্রশ্ন করা যাবে।