শনিবার ২৪শে কার্তিক ১৪৩২ Saturday 8th November 2025

শনিবার ২৪শে কার্তিক ১৪৩২

Saturday 8th November 2025

বহুস্বর

ঈদযাত্রা: উৎসবে যোগ দিতে চাওয়াটাই যেন অপরাধ

২০২২-০৭-০৮

দৃকনিউজের বৈঠকিতে আলোচনা করেছেন ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম

ঈদযাত্রার আনন্দ অনেকটাই ম্লান করে দেয় পথের বিভীষিকা। কয়েকগুন বেশি ভাড়া,  তীব্র যানজট, মৃত্যু ঈদযাত্রায় নিত্য বাস্তবতা। গরিব মানুষদের জন্য, নারীদের জন্য এই ঈদযাত্রার নরকতুল্য হয়ে ওঠে। এই ভোগান্তির অনেকটাই মানুষের দুর্দশা নিয়ে ক্ষমতাবানদের উদাসীনতা আর মুনাফাখোরদের হাতে সাধারণ মানুষকে তুলে দেয়ার পরিণতি। 

 

দৃকনিউজের বৈঠকিতে আলোচনা করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগ, (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম ।