শুক্রবার ১৯শে আশ্বিন ১৪৩১ Friday 4th October 2024

শুক্রবার ১৯শে আশ্বিন ১৪৩১

Friday 4th October 2024

প্রচ্ছদ প্রতিবেদন

'বাজেট, উন্নয়ন ও মানুষ' শিরোনামে অধ্যাপক আনু মুহাম্মদের বিশ্লেষণ

২০২২-০৬-২২

দৃকনিউজ প্রতিবেদন

 

বাংলাদেশে বাজেটের অর্থবছর জুলাই থেকে জুন কেন? দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের বাণিজ্যিকীকরণ কীভাবে হল? শ্রমিকদের জন্য কী রাখা হয়েছে বাজেটে? ২০২২-২৩ অর্থবছরের বাজেটে প্রাণ-প্রকৃতি ও গণমানুষের স্বার্থ কতখানি অনুপস্থিত? এসব প্রশ্ন সামনে এনেছেন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আনু মুহাম্মদ।

 

‘বাজেট, উন্নয়ন ও মানুষ’ শিরোনামে দৃকনিউজ আয়োজিত আলোচনায় অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, দুর্নীতির সুযোগ চলমান রাখতে বরাবরই দেশে জুলাই-জুন বাজেটের অর্থবছর ধরা হয়। প্রধানমন্ত্রীর অনুদান বা উপহার, মন্ত্রণালয়ের বরাদ্দ এবং বৈদেশিক ঋণ সব ভ্রান্ত চিন্তা উল্লেখ করে বলেন, অভ্যন্তরীণ বা বৈদেশিক উৎস এসবই আসলে জনগণের টাকা। রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ সকল মেগা প্রকল্পের ঋণ শোধ করতে হবে গণমানুষকেই। কী প্রক্রিয়ায় মানুষের কাছ থেকে তা আদায় করা হয় সেই ব্যাখ্যাও দিয়েছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ।

 

তিনি বলেন, ট্যাক্স এর বিনিময়ে মানুষ কী সেবা পাচ্ছেন তা পরিষ্কার করতে হবে। একইসাথে সর্বজনের স্বার্থে ট্যাক্স সার্ভিস রেশিও বিষয়টি সামনে আনার তাগিদ জানিয়েছেন এই অর্থনীতিবিদ।