DrikNEWS | অলস বিদ্যুতের বোঝা DrikNEWS
রবিবার ২১শে বৈশাখ ১৪৩২ Sunday 4th May 2025

রবিবার ২১শে বৈশাখ ১৪৩২

Sunday 4th May 2025

প্রচ্ছদ এক ঝলক

অলস বিদ্যুতের বোঝা

২০২২-০৫-২৮

দৃকনিউজ প্রতিবেদন

গত ১১ বছরে কমপক্ষে ১০ দফায় বিদ্যুৎ এর দাম বেড়েছে। বিদ্যুতের দাম শুধুমাত্র বিদ্যুৎ খাতেই সীমাবদ্ধ থাকে না। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাবে খাদ্যশস্য ও পরিবহন ভাড়াসহ বেড়ে যায় জীবনযাত্রার সকল ব্যয়। অথচ দেশে বিদ্যুৎ উৎপাদনের এক তৃতীয়াংশের বেশি অব্যবহৃত থাকছে! কেন? বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষজ্ঞদের মতে, সুপরিকল্পিত দুর্নীতি, অপচয় এবং অব্যবস্থাপনার কারণেই বিদ্যুৎ এর দাম ঊর্ধ্বমুখী। বিদ্যুৎখাতে অপতৎপরতার ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছে রাষ্ট্র। আর জনগণকে টানতে হচ্ছে অলস বিদ্যুৎ এর বোঝা।