DrikNEWS | উইকিলিকসকে কারা ভয় পায়? DrikNEWS
মঙ্গলবার ২৩শে বৈশাখ ১৪৩২ Tuesday 6th May 2025

মঙ্গলবার ২৩শে বৈশাখ ১৪৩২

Tuesday 6th May 2025

প্রচ্ছদ এক ঝলক

উইকিলিকসকে কারা ভয় পায়?

২০২২-০৪-২৮

দৃকনিউজ প্রতিবেদন

অ্যাসাঞ্জকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার পক্ষে রায় দিয়েছে বৃটিশ একটি আদালত।

উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিচার করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে দেশটি। দীর্ঘদিন ধরেই তাকে হাতে পাবার চেষ্টা করছে তারা। বৃটিশ কারাগারে বন্দি অ্যাসাঞ্জকে বিচারের নামে আজীবন বন্দি রাখবে যুক্তরাষ্ট্র, এই আশঙ্কা বিশ্বজুড়ে। উইকিলিকস- এর তথ্যদাতারা বিশ্ববাসীকে সত্য জানিয়ে দুর্নীতি, দুঃশাসন ও যুদ্ধের বিরুদ্ধে সংগঠিত করতে চান। সারা বিশ্বে স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী এবং মানবাধিকার সংস্থাগুলো জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে আন্দোলন চলমান রেখেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জকে কেন শাস্তি দিতে মরিয়া? উত্তর মিলবে আড়াই মিনিটের এই ভিডিওতে দেয়া তথ্যগুলোতে।