শুক্রবার ১০ই মাঘ ১৪৩২ Friday 23rd January 2026

শুক্রবার ১০ই মাঘ ১৪৩২

Friday 23rd January 2026

প্রচ্ছদ

পারমাণবিক যুদ্ধ বাধলে পৃথিবী কি টিকবে

২০২২-০৩-২১

দৃকনিউজ প্রতিবেদন

পারমানবিক যুদ্ধ

ইউক্রেন- রাশিয়া যুদ্ধের কারণে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিপদের আশঙ্কা আবার আলোচনায় আসছে। পারমাণবিক শক্তিধর দেশগুলোর কাছে যে ধরনের বোমা আজ আছে, সেগুলোকে দিয়ে বহুবার পৃথিবী ধ্বংস করে ফেলা সম্ভব। কী ঘটবে যদি যুক্তরাষ্ট্র-রাশিয়া বা ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধ বাধে? পারমাণবিক পরীক্ষাগুলোর ফলে কেন অজস্র মানুষের ক্যানসারসহ বহু ব্যাধি দেখা দিয়েছে। বিকিনি দ্বীপের মানুষগুলো কেন আজ উদ্বাস্তু হয়ে দিন কাটাচ্ছেন?