সোমবার ৩রা অগ্রহায়ণ ১৪৩১ Monday 18th November 2024

সোমবার ৩রা অগ্রহায়ণ ১৪৩১

Monday 18th November 2024

প্রচ্ছদ প্রতিবেদন

হঠাৎ করে এতো আগুন ও বিস্ফোরণ কেন?

২০২৩-০৩-২৫

দৃকনিউজের সাথে বিশেষ সাক্ষাৎকারে নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান
সাক্ষাৎকার নিয়েছেন দীপান্বিতা কিংশুক ঋতি

ভবন মালিকদের কখনও কখনও অল্পস্বল্প শাস্তি হলেও কর্মকর্তাদের কখনও শাস্তি হয় না দৃকনিউজের সাথে বিশেষ সাক্ষাৎকারে নগর পরিকল্পনাবিদ ড. আদিল  মুহাম্মদ খান। দেশজুড়ে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা বাড়ছে। প্রাণ হারিয়েছেন বহু মানুষ, সম্পদহানি হয়েছে বিপুল। আরও অনেক মানুষ এখনও বাস করছেন অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের তীব্র ঝুঁকিতে। পরপর এ ধরনের ঘটনা ঘটার কারণ কী হতে পারে, তা নিয়ে আমরা কথা বলেছি নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদের সাথে।

Your Comment