DrikNEWS | সব কিছুর দাম বাড়ছে, কমছে রহিছাদের মজুরি! DrikNEWS
রবিবার ২১শে বৈশাখ ১৪৩২ Sunday 4th May 2025

রবিবার ২১শে বৈশাখ ১৪৩২

Sunday 4th May 2025

প্রচ্ছদ প্রতিবেদন

সব কিছুর দাম বাড়ছে, কমছে রহিছাদের মজুরি!

২০২২-০৮-১৭

দৃকনিউজ প্রতিবেদন

   

রহিছা আক্তার। 
তার সাথে দেখা হলো রায়েরবাজারের সাদেক খান রোডে।
বয়স তিনি জানেন না। দিন মজুরের কাজ করেন।  বয়স্ক বলে তাকে কেউ কাজে নেন না। তার মুখেই শুনলাম, আজ সাত দিন কাজ পাননি। চেয়েচিন্তে খাচ্ছেন। সব কিছুর দাম বাড়লেও তার দাম নিত্য কমছে।


ম্রিয়মান কণ্ঠে তিনি নিজেই বললেন বললেন “আমি বুড়া মানুষ। বয়স হইয়া গেছে। বুড়া বইলা নেয় না। দামও কম। হাজিরা কম দেয়। কাজেও নেয় না।”

 

রহিছা আক্তারের হাজিরা ছিল একসময় ৫০০ টাকা। এখন কমতে কমতে ৩০০ টাকা হয়েছে।  সাত দিন হল কেউ তাকে কাজে নেয়নি। আজকে তিনি ২৫০ টাকা হলেও কাজে যেতেন।
এই বৃদ্ধ মানুষগুলোর সঞ্চয় কিছু নেই। জীবনভর শ্রম দিয়ে অচিরেই হয়তো শ্রমবাজার ছেড়ে উপায়হীন ভিক্ষাবৃত্তিতে যুক্ত হবেন।