ডিজিটাল নিরাপতা আইনে সম্প্রতি গ্রেপ্তার হওয়া প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। প্রথম আলোতে প্রকাশিত সংবাদটিতে আসলে ভুল ছিল কিনা সেটা নিয়েও বিতর্ক রয়েছে। এসব নিয়ে আলোচনা করেছেন আর রাজি, সহকারী অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।