মঙ্গলবার ১৫ই মাঘ ১৪৩১ Tuesday 28th January 2025

মঙ্গলবার ১৫ই মাঘ ১৪৩১

Tuesday 28th January 2025

প্রচ্ছদ প্রতিবেদন

বিপিসি গত ৭ বছরে ৪৩ হাজার কোটি টাকারও বেশি মুনাফা করেছে

২০২২-০৮-০৭

দৃকনিউজ প্রতিবেদন

বিপিসি (বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন) দেশে জ্বালানি তেলের একমাত্র আমদানিকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান। সংস্থাটি গেল সাত বছরে প্রায় ৪৩ হাজার কোটি টাকা মুনাফা করেছে ।  জ্বালানি তেলের দাম বিশ্ব বাজারে দীর্ঘদিন নিন্মমুখী ছিল। করোনা মহামারির সময় জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণের ধ্বস নামে। কিন্তু বাংলাদেশের বাজারে জ্বালানি তেলের দাম তখনও কমায়নি সরকার। পরিণামে বিপিসি গত ৭ বছরে ৪৩ হাজার কোটি টাকারও বেশি মুনাফা করেছে।