শুক্রবার ১৯শে পৌষ ১৪৩২ Friday 2nd January 2026

শুক্রবার ১৯শে পৌষ ১৪৩২

Friday 2nd January 2026

প্রচ্ছদ

বিদ্যুৎ বিপর্যয়ের অন্যতম কারণ শীর্ষ আমলাদের দুর্নীতি

২০২২-০৭-১৯

দৃকনিউজ প্রতিবেদন

 

বিদ্যুৎখাতে আমলাদের দুর্নীতি, অদূরদর্শিতা, ভুল পরিকল্পনা ও সমন্বয়হীনতাই আজকের এ সংকটের অন্যতম কারণ বলে জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম। তার মতে অনুসন্ধান ও উৎপাদনে গুরুত্ব না দিয়ে, দেশের সক্ষমতা না বাড়িয়ে আমলারা নিজেদের স্বার্থে পুরো জ্বালানি নিরাপত্তাকে ধ্বংস করেছে। 

 

শামসুল আলম বলেন,  দেশে তেল-গ্যাস অনুসন্ধান বন্ধ রেখে বিদেশ থেকে আমদানি নির্ভরতা বাড়ানো হয়েছে। কুইক রেন্টালের নামে বিপুল ভর্তুকি দেয়া হয়েছে কয়েকজন বেসরকারী উদ্যোক্তাকে। ফলে বারবার বাড়ছে বিদ্যুতের উৎপাদন খরচ। আর এই বাড়তি খরচের বোঝা চাপছে জনগণের ওপর। 

 

আমলাদের কার্যকলাপ নিয়ে যেন কেউ বিচার করতে না পারে, সেই লক্ষ্যে তাদের জন্য দায়মুক্তি আইন তৈরি করা হয়েছে। এভাবেই দীর্ঘদিন ধরেই একই অপরাধ করেও তারা পার পেয়ে যাচ্ছে। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার জন্য দোষী আমলাদের বিচারের আওতায় আনা ছাড়া বিকল্প নেই। পাশাপাশি এ সমস্যা থেকে উত্তরনের জন্য শীর্ষ পদগুলো থেকে আমলাদের সরিয়ে দিয়ে দক্ষ ও দায়িত্বশীল লোকদের যথাযথ স্থানে নিয়োগ দিতে হবে বলেও জানান এই অধ্যাপক।