বুধবার ২রা মাঘ ১৪৩১ Wednesday 15th January 2025

বুধবার ২রা মাঘ ১৪৩১

Wednesday 15th January 2025

প্রচ্ছদ প্রতিবেদন

পাট দিবসের প্রচারণায় প্লাস্টিকের রাজত্ব

২০২৩-০৩-০৯

সৈয়দ সাইফুল আলম

গাঁজা পাতা আর প্লাস্টিকের ব্যানারে পালিত পাট দিবস। জাতীয় পাট দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রীর কার্যলায়, মতিঝিল বলাকা চত্বর, বিজয় সরণী, মানিক মিয়া, খামারবাড়ি, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটসহ ঢাকার বিভিন্ন জায়গায় ৫,৬, ৭ মার্চ ঘুরে দেখা গেল পাট দিবসের পাটের প্রচারণার নামে চলছে প্লাস্টিকের ছড়াছড়ি। প্লাস্টিক, পলিথিন ব্যবহার বন্ধ বা কমিয়ে যেখানে পাটের ব্যবহার বৃদ্ধিতে নজর দেবার কথা বলা হচ্ছে, সেখানে বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও বাংলাদেশ জুট এসোসিয়েশনের সৌজন্যে শহরজুড়ে প্লাস্টিকের পিভিসে ব্যানারে সয়লাব ছিল জাতীয় পাট দিবস।

Your Comment