গাঁজা পাতা আর প্লাস্টিকের ব্যানারে পালিত পাট দিবস। জাতীয় পাট দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রীর কার্যলায়, মতিঝিল বলাকা চত্বর, বিজয় সরণী, মানিক মিয়া, খামারবাড়ি, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটসহ ঢাকার বিভিন্ন জায়গায় ৫,৬, ৭ মার্চ ঘুরে দেখা গেল পাট দিবসের পাটের প্রচারণার নামে চলছে প্লাস্টিকের ছড়াছড়ি। প্লাস্টিক, পলিথিন ব্যবহার বন্ধ বা কমিয়ে যেখানে পাটের ব্যবহার বৃদ্ধিতে নজর দেবার কথা বলা হচ্ছে, সেখানে বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও বাংলাদেশ জুট এসোসিয়েশনের সৌজন্যে শহরজুড়ে প্লাস্টিকের পিভিসে ব্যানারে সয়লাব ছিল জাতীয় পাট দিবস।