শুক্রবার ১৯শে পৌষ ১৪৩২ Friday 2nd January 2026

শুক্রবার ১৯শে পৌষ ১৪৩২

Friday 2nd January 2026

প্রচ্ছদ

পাঙ্গাশ কিনতে না পেরে কলমি শাক কিনে এনেছেন মুন্নি

২০২৩-০৪-০৪

সৈয়দ সাইফুল আলম

 

পাঙ্গাশ কিনতে না পেরে কলমি শাক কিনে এনেছেন মুন্নি। মুন্নি সকাল ৭টা থেকে রায়েরবাজারের ওএমএসের দোকানে চাল ও আটার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় ছিলেন। বেলা ১১টার দিকে তার সাথে যখন কথা হয়, তখনও তিনি চালের কাছে পৌঁছুতে পারেননি। আগেরদিন তিনি বাজারে গিয়েছিলেন পাঙ্গাশ মাছ কিনতে, দামে পোষায়নি বলে দুই আঁটি কলমি শাক কিনে ঘরে ফেরেন।