শনিবার ২৯শে অগ্রহায়ণ ১৪৩২ Saturday 13th December 2025

শনিবার ২৯শে অগ্রহায়ণ ১৪৩২

Saturday 13th December 2025

প্রচ্ছদ

নামকাওয়াস্তে সভা, বাস্তবায়ন হয় না কখনোই

২০২২-০৪-২৯

দৃকনিউজ প্রতিবেদন

শ্রম মন্ত্রণালয়ের সভাপতিত্বে গত ১১ এপ্রিল সরকার-মালিক-শ্রমিকদের ত্রিপক্ষীয় বৈঠকে ২০ রমজানের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস, বকেয়া মজুরি এবং এপ্রিল মাসের অগ্রিম মজুরি প্রদানের সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়ন হয়নি। শিল্পাঞ্চল পুলিশের তথ্যমতে, গত ফেব্রুয়ারী ও মার্চ মাসের বকেয়া মজুরি দেয়নি শতাধিক পোশাক কারখানা। সেখানে চলতি এপ্রিলের মজুরি ও উৎসব ভাতাও অনিশ্চিত। এদিকে শ্রমিকদের অভিযোগ, রোজা রেখেও বাড়তি সময় কাজ করতে বাধ্য হচ্ছেন। পোশাক খাতে বিদেশি ক্রয়াদেশ বেড়েছে স্বীকার করেও সময়মতো শ্রমিকের পাওনা মেটাতে পারছেন না মালিকপক্ষ। এমন বাস্তবতায় শ্রমিকদের মজুরি নিয়ে নামমাত্র বৈঠকের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিক নেতারা।