শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩১ Friday 14th March 2025

শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩১

Friday 14th March 2025

প্রচ্ছদ প্রতিবেদন

টিসিবির ট্রাক: কখন আসে? কখন যায়?

২০২২-০৩-১৬

দৃকনিউজ প্রতিবেদন

টিসিবির ভুল পদ্ধতির কারণে পণ্য নিতে হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। নির্দিষ্ট সময়ে গাড়ি না আসা, পণ্য প্রদানে অনিয়ম, পণ্য থাকার পরও ট্রাক নিয়ে চলে যাওয়াসহ অনেক অভিযোগ করেছেন গণমানুষ। দৃকনিউজ কথা বলেছে হয়রানির শিকার কিছু মানুষের সাথে।