ঈদের শেষ মুহূর্ত পর্যন্ত শ্রমিকরা কাজ করতে বাধ্য হন বলে তাদের জানা নেই কোন পথে, কী উপায়ে বাড়ি ফিরবেন তারা। তাই শ্রমিকদের একটা বড় অংশ গাদাগাদি অবস্থায় ট্রাক, পিকআপে চড়ে, লঞ্চ, বাস ও ট্রেনের ছাদে বা ঝুলে ঝুলে পাড়ি দেন দীর্ঘ পথ। প্রতি বছর এই অসহনীয় ঈদযাত্রায় প্রাণহানির ঘটনাও ঘটে। সরকারি হিসেবে এবার ৬০ লাখ শ্রমিক ঈদে বাড়ি যাবেন। তবে লাখ লাখ শ্রমিক কীভাবে বাড়ি ফিরবেন তা নিয়ে সরকার, মালিকপক্ষ বা সংশ্লিষ্ট সংস্থাগুলোর কোনো পরিকল্পনা নেই। এমন পরিস্থিতিতে প্রিয়জনের তাগিদে জীবনের ঝুঁকি নিয়েই শুরু হয় শ্রমিকদের ঈদযাত্রা।