বৃহঃস্পতিবার ১৯শে পৌষ ১৪৩১ Thursday 2nd January 2025

বৃহঃস্পতিবার ১৯শে পৌষ ১৪৩১

Thursday 2nd January 2025

প্রচ্ছদ প্রতিবেদন

চাপ উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চা শ্রমিকরা

২০২২-০৮-২৩

দৃকনিউজ প্রতিবেদন

     

৩০০ টাকা মজুরির দাবিতে হাজার হাজার চা শ্রমিকদের আন্দোলন আজও চলমান রয়েছে। চা শ্রমিক নেতৃবৃন্দ ও সরকারের বিভিন্ন মহলের সাথে গত রবিবার মধ্যরাত পর্যন্ত বৈঠক হয়।এরপর প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে আলোচনার আশ্বাসে- ১২০ টাকা মজুরিতে শ্রমিকদের বাগানে ফেরানোর সিদ্ধান্ত নেন বাংলাদেশ চা- শ্রমিক ইউনিয়নের প্রথম সারির নেতারা।শ্রমিকদের কাজে না ফেরার খবরে হবিগঞ্জের শ্রমিকদের কাজে ফেরানোর চেষ্টা করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।তবে ৩০০ টাকা মজুরি না মানা পর্যন্ত কাজে না ফিরে রাজপথে থাকার সিদ্ধান্তের কথা জানিয়েছেন চা শ্রমিকরা।

Your Comment