গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচার করতে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে হাতে পাবার চেষ্টা করছে। বৃটিশ কারাগারে বন্দী অ্যাসাঞ্জকে বিচারের নামে আজীবন বন্দি রাখবে যুক্তরাষ্ট্র, এই আশঙ্কা বিশ্বজুড়ে। উইকিলিকস- এর তথ্যদাতারা বিশ্ববাসীকে সত্য জানিয়ে দুর্নীতি, দুঃশাসন ও যুদ্ধের বিরুদ্ধে সংগঠিত করতে চান। সারা বিশ্বে স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী এবং মানবাধিকার সংস্থাগুলো জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে আন্দোলন চলমান রেখেছেন।